Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আটগাঁও ইউনিয়ন পরিষদ

১। ইউনিয়নকে জানুন

 

  • এক নজরে:

 

বোচাগঞ্জ উপজেলার দ্বার প্রান্তে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বোচাগঞ্জ উপজেলার ২৯ টি গ্রামের সমন্বয়ে ৪নং আটগাঁও ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

ক) নাম         : ৪নং আটগাঁও ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন           : ১৪.২০ বর্গ মাইল।

গ) লোক সংখ্যা: ২২৪৩৫ জন।

ঘ) গ্রামের সংখ্যা      : ২৯ টি।

ঙ) মৌজার সংখ্যা    : ২৯ টি।

চ) হাটবাজারের সংখ্যা     : ০৩ টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা: মটর, রিক্সা, ভ্যান, ইজি বাইকের মাধ্যমে।

জ) শিক্ষার হার: ৯০%।

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১১ টি।

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১৬ টি।

ট) উচ্চ বিদ্যালয়ের সংখ্যা: ০৯ টি।

ঠ) মাদ্রাসা      : ০৩ টি।

ড) দায়িত্বরত চেয়ারম্যান: মো: নূরুন নবী চৌধুরী।
ঢ) নির্বাচিত পরিষদের বিবরণ:

            নবগঠিত পরিষদের শফথ গ্রহন- ১৮/০৮/২০১১ইং

            প্রথম সভা-২৪/০৮/২০১১ ইং

মেয়াদ কাল-

ণ) গ্রাম সমূহের নাম:

আটগাঁও,লোহাগাঁও, মানিকপুর, মোল্লাপাড়া, আদড়গাঁও, জালালী, শ্রীপুর, সত্যমানডাঙ্গী, বাজনীয়া, হাটমাধবপুর, দৌলা, মনিপুর, মূলদুয়ার, ছোট বালিহারা, বড় বালিহারা, জিনগাঁও, বিষ্টপুর, বড়গাঁও, নেহালগাঁও, আলমপুর, কাকদুয়ার, মালগাঁও, বড়ুয়া, বন্ধুগাঁও, দাক্ষিনগাঁও, গঙ্গাপুর, পাড়েয়া, হরিপুর, সিলেট।

ত) ইউনিয়ন পরিষদের জনবল:

      নির্বাচিত পরিষদ সদস্য     : ১৩ জন।

      ইউনিয়ন পরিষদ সচিব     : ০১ জন।

      ইউনিয়ন গ্রাম পুলিশ: ০৮ জন।